স্টাফ রিপোর্টার:
বগুড়ার গাবতলীতে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি মিনি ট্রাকের সাথে পরপর ২টি যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে জামাল সরকার (৭০) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ সময় দুটি সিএনজির ড্রাইভার-যাত্রীসহ কমপক্ষে ৮জন গুরুতর আহত হয়েছেন। নিহত জামাল একজন ভাংরী ব্যবসায়ী। তিনি গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।
থানার এস আই জাহিদ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত মিনি ট্রাক (জ্যাক) ও ১টি সিএনজি উদ্ধার করে থানায় আনে। ঘটনাটি ঘটেছে ২১সেক্টেম্বর রোববার বিকেলে গাবতলী-সারিয়াকান্দী সড়কে পৌরসভাধীন খলিসাকুড়া নামকস্থানে।একাধিকসূত্র জানায়, গাবতলী হামিদপুর গ্রামের আঃ কুদ্দুসের ছেলে সিএনজি চালক জহুরুল ইসলাম বগুড়া চেলোপাড়া থেকে যাত্রীসহ গাবতলীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পৌরসভাধীন খলিসাকুড়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২০-৬৬৩৮) প্রথমে জহুরুল ইসলামের যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয় এতে সিএনজি চালক জহুরুল ও যাত্রী জামাল গুরুতর আহত হন।
এ সময় ওই মিনি ট্রাক দ্রুত গতিতে পালাতে গিয়ে পর মুহুর্তেই আবারো লিটন (৪৫) নামের আরেকটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচরে যায়। এতে যাত্রীসহ সিএনজি চালক লিটন মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, দূর্ঘটনা কবলিত মিনি ট্রাক ও ১টি সিএনজি থানায় আনায় হয়েছে। ওই সড়ক দূর্ঘটনায় জামাল নামের একজন মারা গেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

