এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
ঋণের চাপে বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০৪ই জানুয়ারি) দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। গোপেন্দ্রনাথ শীল একই এলাকার মৃত-নরেন্দ্রনাথের ছেলে ।
গোপেন্দ্রনাথ শীলের পারিবারিক সূত্রে জানা যায় যে, বিভিন্ন এনজিওর থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় সবার অগোচরে তার নিজ বাড়ির উঠানে আম গাছের সঙ্গে গায়ের চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এসআই আলেফ উদ্দিন সহ ফোর্সকে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির সুরতহাল তৈরি করে আত্মীয়-স্বজনদের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন অফিসারদের সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তর করা হয় ।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।