এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানার মাঝিন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নিজাম আলী আকন্দ(৭২)কে তার বসতবাড়ির সমস্যা নিয়ে একই এলাকার আসামি মোহাম্মদ মোজাহার আলীর ছেলে জিল্লুর (৩৮).তাকে ভিন্নভাবে মারধর করলে সে গুরুতর আহত হয় বলে তার পারিবারিক সূত্র থেকে জানা যায়।মুক্তিযোদ্ধা নিজাম আলী আকন্দ আহত অবস্থায় তার পরিবারের লোকজন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান,গত ২৪জানুয়ারি সন্ধ্যা সাতটায় বীর মুক্তিযোদ্ধা নিজাম আলী আকন্দর ছেলে মজনু আকুন্দর মাধ্যমে থানায় একটি লিখিত এজাহার নামা দাখিল করেন,এই ঘটনার সত্যতা যাচাইয়ের পর আসামি মোঃ জিল্লুর রহমান(৩৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
২৫ জানুয়ারি সকালে উক্ত আসামিকে জিল্লুর রহমানের বিরুদ্ধে পেনাল কোডে ৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/৩৭৯/৪২৭/১২৪ ধারায় মামলা রুজু করে আসামিকে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
