https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 20 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কৃষি বার্তা
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. খোলা কলাম
  13. গনমাধ্যাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে আপন ছোট বোনকে ধর্ষণ, বড় ভাই গ্রেপ্তার

admin
March 20, 2025 4:18 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট উপজেলার চুনিয়াপাড়া (গুচ্ছগ্রাম)’র মৃত রঞ্জু মন্ডলের ছেলে সুজন (২২) নামে এক ব্যক্তি আপন ছোট বোনকে ধর্ষণ করেছে।

গত বুধবার (১৯ই মার্চ) এ বিষয়ে ভুক্তভোগী মা খোদেজা বেগম বাদী হয়ে ধুনট থানায় এজাহার দায়ের করে। এতে বলা হয়, ভুক্তভোগী মা কর্মের তাগিদে বগুড়ার শেরপুর পৌরসভার অন্তর্গত উপশর এলাকায় জনৈক এক ব্যক্তির বাড়ীতে থেকে গৃহকর্মীর কাজ করেন।

উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চনিয়াপাড়া (গুচ্ছগ্রামে) ভুক্তভোগীর ৬৫ বছরের বৃদ্ধ মা, ছেলে সুজন ও ছোট মেয়ে (১৫) ওই সরকারী ভাবে বরাদ্দ পাওয়া বাড়ীতে বসবাস করে।    গত ১৯ মার্চ বিকাল সাড়ে ৫ টার সময় প্রতিবেশী জনৈক ব্যক্তির মোবাইল ফোনে সংবাদ পেয়ে ভুক্তভোগী বাড়ীতে এসে মেয়ে (১৫) সঙ্গে কথা বলে জানতে‌ পাড়ে যে ছেলে সুজন দুই মাস যাবত ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে।

উল্লেখ্য যে ভুক্তভোগীর বৃদ্ধ মা মেয়ে ও ছেলে একই ঘরে একই খাটে নিয়মিত ঘুমিয়ে আসছে গত ১৮ই মার্চ রাত অনুমান১০ টার দিকে পশ্চিম দুয়ারী চৌচালা টিনসেট ঘরে ভুক্তভোগীর বৃদ্ধ মা ঘুমিয়ে পড়লে ছেলে সুজন মিয়া মেয়ে (১৫)কে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।  বিষয়টি প্রকাশ করতে বাধ্য হয় এবং এর পরই ধর্ষক সুজনকে থানা পুলিশ গ্রেপ্তার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর আলম জানান, ভিকটিমের মা খোদেজা বেগম এ বিষয়ে এজাহার দায়ের করেছে। তার পরিপ্রেক্ষিতে আসামি সুজন মিয়াকে গ্রেপ্তার পর বৃহস্পতিবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।