এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত “রাষ্ট্রকাঠামোর মেরামতের ৩১ দফা” জনসাধারণের মধ্যে প্রচারের লক্ষ্যে বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় বেড়েবাড়ি কালতাহার বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল খালেকের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কে.এম.মাহবুবার রহমান হারেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, ধুনট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার ভেটু।
এছাড়াও বক্তব্য রাখেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন, সাধারণ সম্পাদক মো. মহসীন আলী, সিনিয়র সহ-সভাপতি বনিজার রহমান বাটুল, তরিকুল ইসলাম বিবলু, সহ-সভাপতি আলহাজ্ব রহিম উদ্দিন মোল্লা (দুদু), সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী সাধারণ সম্পাদক আলহাজ্ব জিএম সম্রাট, উপজেলার যুবদল নেতা আমিনুল ইসলাম, ধুনট উপজেলা মহিলা দলের সভাপতি ডা. শারমিন সুলতানা দীপ্তি, সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক জোবেদা খাতুন, ধুনট উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নূর আলম ,
উপজেলার ছাত্র দলের নেতা আব্দুল আল মামুন, আল আমিন, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, ইউনিয়ন বিএনপির সদস্য রায়হান আলী ও আমজাদ হোসেন আকন্দ, ইউনিয়ন যুবদলের নেতা তরিকুল ইসলাম, শামিম আহমেদ, রেজাউল, রাজু আহম্মেদ, মিনার, রিপন, স্বেচ্ছাসেবক দলের নেতা বিটুল, বিএনপির নেতা মিষ্টার আলী, আব্দুল মালেক সাকিদার, আব্দুল মজিদ, আপু, ফারুক আহমেদ, এমদাদুল হক, হারুন অর রশিদ, ওমরুক, ইউনিয়ন যুবদলের নেতা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

