এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়কাটিয়া বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,- চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের আশাদুল ইসলামের স্ত্রী মুন্নি খাতুন (৪৯), তাঁর বড় ভাই ঠান্ডু (৫৫) তাঁদের মা মনেদা বেওয়া (৭০) এবং কাজেম উদ্দিন (৫০)।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা যায়, পার্শ্ববর্তী আড়কাটিয়া গ্রামের মোছাব্বের ওরফে বেঙ্গু (৫৫) এবং তাঁর ভাই মুকুল হোসেন (৫০)-এর সঙ্গে মৃত আব্দুস সামাদের পরিবারভুক্ত আশাদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জায়গায় গেলে প্রতিপক্ষ তাদের ওপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন আহতরা।
হামলায় গুরুতর আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

