এম এ রাশেদ স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০শে আগস্ট) বিকেলে উপজেলার নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সোনাহাটা আলহাজ্ব কিয়ামতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ। ইউনিয়ন সাংগাঠনিক সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোঃ আতাউর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফিরোজ আহম্মেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও নিমগাছী ইউপি সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী মাস্টার, কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রবিউল হাসান।
এসময় স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত, নিহত ও চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য দোয়া করা হয়। এর আগে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যায় এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।