এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন “জুলাই জাতীয় সনদ” ভিত্তিক ও পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে বগুড়ার ধুনট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন, “দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য ৫ দফা দাবি জাতীয় সংলাপের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রতিফলন ঘটাতে হবে।”
সমাবেশে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

