এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় শুরু হয়েছে শিশুদের জন্য টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান কর্মসূচি। দীর্ঘদিনের অপেক্ষার পর রবিবার (১২ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ কাদির।
করোনা মহামারির সময় টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে অভিভাবকদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এর ফলে এবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আল কাফি, ডা. সাখাওয়াত হোসেন, ডা. এম,এম, সুমনুল হক ,ডা. অসীম কুমার সাহা এবং ডা. মেহেদী হাসান সজল।
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে, যা তাদের এ জটিল জ্বরজনিত রোগ থেকে সুরক্ষা দেবে।

