https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 16 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কৃষি বার্তা
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. খোলা কলাম
  13. গনমাধ্যাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে দিনমজুরের সম্পত্তি জোরপূর্বক জবর দখলের চেষ্টার অভিযোগ   

admin
June 16, 2025 5:58 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট উপজেলার বিলচাড়ী গ্রামের মাফুজার রহমান (৬০) নামে এক দিনমজুরের ত্রুয়কৃত সম্পত্তি জোরপূর্বক জবর দখল ও পায়তারার অভিযোগ পাওয়া গেছে।
গত ১০ই জুন সকাল অনুমান ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দিনমজুর মাফুজার রহমান সোমবার (১৬ই জুন) দুপুরে ধুনট থানায় শাজাহান আলীসহ ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিবাদীরা হলেন, বিলচাপড়ী গ্রামের মৃত মমতাজুল রহমান শাহর ছেলে শাজাহান আলী (৬০), শাজাহান আলীর স্ত্রী কোহিনুর খাতুন (৫৫), ছেলে করিম (৩৫), কালাম (৩০),  মৃত মমতাজুর রহমান এর ছেলে মোতাব্বর (৪৮), তার স্ত্রী শিল্পী খাতুন (৪৩)।

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা এলাঙ্গী মৌজা, জে,এল, ৩৮, এস এ ২০৭,জিপি ১০১৩,৯১৯ দাগ নং ১০০১/৮১৮ বাড়ী ২২ শতক ১০০৪/৮৩৮  বাড়ী ১৮ শতক সর্বমোট ৪০ শতকের কাতে ১৯ শতক নিজ নামীয় ত্রুয়কৃত সম্পত্তি মাফুজার রহমান বসতবাড়ী নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভোগদখল করিয়া আসিতেছে। জমি জমা ও পূর্ব শত্রুতার যে ধরে বিবাদী শাজাহান আলী ও তার লোকজন নিয়ে গত ১০ই জুন ২৫ইং তারিখে সকালে পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠিসোটা নিয়ে দিনমজুর মাফুজার রহমান বসত বাড়িতে অনধিকার পাবে প্রবেশ করে তার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করে তখন মাফুজার রহমান নিষেধ করিলে বিবাদীগণ মাফুজার রহমান ও তাহার ছোট ভাই মামুনুর রশিদ কে মারধর করার জন্য চেষ্টা করে এবং জমি জবর দখল চেষ্টা করে ও বিভিন্ন  ভাবে ভয়ভীতি প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, দিনমজুর মাফুজার রহমানের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।