এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কল্পনা খাতুন (৪৫) নামের এক নারীকে মারধর এবং তার বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারলক্ষিপুর গ্রামের শহিদুল প্রাং-এর সঙ্গে প্রতিবেশী মৃত ছলিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), আব্দুল লতিফ (৪৫) এবং তাদের আত্মীয়-সহযোগীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন সকালে রফিকুল ইসলাম, আব্দুল লতিফ, হানিফ ও রুপালী খাতুন একত্র হয়ে শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ কল্পনা খাতুনের ওপর হামলা চালান এবং তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
এছাড়া অভিযুক্তরা শহিদুল ইসলামের বসতবাড়িতে ঢুকে ঘরের আসবাবপত্র ও টিনের বেড়া ভাঙচুর করে। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
পরে স্থানীয়দের সহায়তায় কল্পনা খাতুনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কল্পনা খাতুনের স্বামী শহিদুল ইসলাম ধুনট থানায় রফিকুল ইসলাম, আব্দুল লতিফ, হানিফ ও রুপালী খাতুনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

