https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 22 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ফসল নষ্ট করে কৃষকের আড়াই লক্ষ টাকার অধিক ক্ষতি, থানায় অভিযোগ

admin
February 22, 2025 11:24 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট উপজেলার রাঙ্গামাটি মধ্যপাড়া গ্ৰামের  আব্দুল মান্নান সরকার নামের এক কৃষকের পেঁপে গাছ কর্তনসহ, মরিচ গাছ, নেপিয়ার ঘাস, গো- খাদ্য ও ভূট্টা গাছ  নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২,লক্ষ ৫০ হাজার অধিক টাকার ক্ষতি হয়েছে কৃষকের।

শনিবার (২২শে ফেব্রুয়ারি) সকাল অনুমান ৮ টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জের ধরে একই গ্ৰামের  মোখলেছুর রহমানের ছেলে মঞ্জু প্রাং (৩৫), মৃত আঃ মালেক প্রাং এর ছেলে মোখলেছুর রহমান (৬০) ও শাহিদার সরকার এর ছেলে রফিকুল ইসলাম সরকার (৪০), শফিকুল ইসলাম সরকার (৩৫), দুলাল সরকার (৩২), রুবেল সরকার (২৯), মৃত আজিজার সরকার এর ছেলে শাহিদার সরকার (৬৫), লুৎফর রহমান সরকার (৬০),  রফিকুল ইসলাম সরকার এর ছেলে তানজিল সরকার (২৫), ও  লুৎফর রহমান সরকার এর ছেলে দেলোয়ার হোসেন সরকার (৩২)সহ শনিবার সকাল ৮টার দিকে সশস্ত্র অবস্থায় পেঁপে ক্ষেতে গিয়ে ক্ষেত মালিক কৃষক আঃ মান্নান তাহার জমিতে না থাকায় তার সব পেঁপে গাছ কেটে ও মরিচ গাছ, নেপিয়ার ঘাস, গো- খাদ্য ও ভূট্টা গাছ কর্তন করে এবং ফসল নষ্ট করে তারা। যাহার মৌজা এলাঙ্গী জেএল নং ৩৮, খতিয়ান সিএস ১১২৮,ডিপি ৩৫৭৬,৬৪৪৮, দাগ  সাবেক ৭৮৯, হাল দাগ ৯৩০,৯৩১, জমি আবাদী মোট জমির পরিমাণ ৭৩ শতাংশ।

জমির মালিক কৃষক আঃ মান্নান জানান, ঘটনার সময় তিনি তার বাড়িতে ছিলেন হঠাৎ করে তার গ্ৰামের উল্লিখিত কয়েকজন দুর্বৃত্ত সঙ্ঘবদ্ধভাবে তার ৭৩ শতাংশ জমির পেঁপে গাছ কর্তনসহ বিভিন্ন ফসল নষ্ট করে তাকে পথে বসিয়েছে। এতে তার কমপক্ষে ২ লক্ষ ৫০ হাজার অধিক টাকার ওপরে ক্ষতি করেছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ক্ষতিগ্রস্ত কৃষক আঃ মান্নান সরকার শনিবার দুপুরে ১০ জনের নাম উল্লেখ করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বিবাদীদের তাদের সঙ্গে দেখা না হওয়ায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ স্বপন মিয়া বলেন, কৃষক আঃ মান্নান এর লিখিত অভিযোগ পেয়েছি ও জরুরি ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।