এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার জয়শিং পশ্চিম পাড়া গ্রামে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আরমিনা খাতুন (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমিনা খাতুন ধুনট উপজেলার নিমাগাছি ইউনিয়নের জয়শিং পশ্চিম পাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে ছোট্ট আরমিনা নদীতে গোসল করতে যায়। কিছুক্ষণ পর নদীতে তাকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু ঘটে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি জানান, “পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ বিষয়ে ধুনট থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

