এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার ধুনট উপজেলার বাঙালি নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে একদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, অন্যদিকে নদীর স্বাভাবিক পরিবেশ ও আশপাশের কৃষিজমি পড়েছে চরম হুমকির মুখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক প্রভাবশালী ব্যক্তি ধুনটের নিমগাছি ইউনিয়নের সাতবেকী উত্তর পাড়া এলাকায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি করছেন। প্রতিদিন শত শত ট্রাক বালু নদী থেকে তোলা হচ্ছে এবং সরবরাহ করা হচ্ছে বিভিন্ন এলাকায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে এবং কৃষিজমি ভেঙে নদীতে বিলীন হচ্ছে। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবেই প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।
সরকারি রাজস্বের অপচয় ও পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে ধুনটের প্রাকৃতিক ভারসাম্য এবং জনগণের জীবিকা দুটোই হুমকির মুখে পড়বে।

