এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার ৯নং মথুরাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের অল্প সময়েই ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
স্থানীয় জনগণের দাবি, আব্দুল কাদের একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব নেতা হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক স্থাপনার উন্নয়নে তিনি নজরকাড়া ভূমিকা পালন করছেন। পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সরকারি সুবিধা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন তিনি।
মথুরাপুর ইউনিয়নের একজন প্রবীণ নাগরিক বলেন, “আব্দুল কাদেরের মতো নেতৃত্ব পেলে আমাদের ইউনিয়নের সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি মানুষের কথা শোনেন, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেন।”
এদিকে ইউনিয়নের যুবসমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে আগামী দিনেও তাঁকে পূর্ণ চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
জনগণের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন পেয়ে আব্দুল কাদের জানিয়েছেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। দায়িত্ব পালনকালে সব সময় স্বচ্ছতা ও জনস্বার্থকে প্রাধান্য দিচ্ছি। আপনারা পাশে থাকলে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”

