এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে সবুজ খান নামের এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদন্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এ কারা ও অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ার গ্রামের জনৈক ইউনুস আলীর ছেলে সবুজ খানকে ইয়বাসহ আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, আটককৃত ব্যাক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ইয়াবা ধ্বংস করে ফেলা হয়। এক প্রশ্নের জবাবে বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

