https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে মামলা বাণিজ্য বন্ধে বিএনপির সংবাদ সম্মেলন

admin
February 24, 2025 7:43 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বিএনপির কতিপয় নেতার মামলা বাণিজ্য বন্ধে এবং বিএনপি নেতাদের অসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। রবিবার রাতে গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গোসাইবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপুল বলেন, গত (১৭শে ফেব্রুয়ারি) বাজারে মশাল মিছিল বের করে আওয়ামীলীগের কিছু নেতাকর্মী। এঘটনায় ১৯ ফেব্রæয়ারী বিএনপির কর্মী রিপন শেখ বাদী হয়ে ৯৬জনের নাম উল্লেখ করে ধুনট থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। কিন্তু ওই মামলায় আওয়ামীলীগের সঙ্গে আমাকে মামলার ২৫নং আসামী করা হয়েছে। তিনি বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশা আমার বাড়ীর পাশেই বিয়ে করেছে। তার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে আমাদের পরিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশা মামলা বাণিজ্যের জন্য বাদীকে ম্যানেজ করে ওই মামলায় আমাকে আসামী বানিয়েছেন। তবে বিএনপির মামলাতেই যদি বিএনপির নেতাকর্মীকে আসামী বানানো হয়, তাহলে আমরা যাব কোথায়। তাই এবিষয়টি জেলা নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।

তবে ওই মামলায় শুধু গোসাইবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপুলকেই নয়, তার মতো মথুরাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কোষাধক্ষ্য হানিফ উদ্দিন ও তার কালেজ পড়–য়া ছেলেকেও আসামী বানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা জানান, গত ৫ই আগষ্টের পর এপর্যন্ত ধুনট থানায় প্রায় ৭টির মতো মামলা হয়েছে আওয়ামীলীগের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ রয়েছে, এসব মামলায় আওয়ামীলীগের পাশাপাশি পরিবারিক কলহ, জমিনিয়ে বিরোধ সহ প্রতিহিংসার কারনে বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীকেই আসামী বানানো হয়েছে। বিএনপি নেতারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশার মামলা বাণিজ্য থেকে রেহাই পায়নি বিএনপির নেতাকর্মীসহ সাংবাদিক ও সাধারণ মানুষও।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্বল, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ফজলুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলফিজুর রহমান স্বপন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্টু মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক রুহুল আমিন রতন, যুগ্ন আহবায়ক তাহেরুল ইসলাম প্রমূখ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।