এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার নাংলু গ্রামের শারীরিক প্রতিবন্ধী মুদি ব্যবসায়ী রুবেল হোসেন ও তার স্ত্রী রোজিনা খাতুনকে মারধর এবং দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ই আগস্ট) বেলা ১১টার দিকে নাংলু গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মুক্তার হোসেন (২৬), আবু তালহা (৩০), হাসিফ (২২), ও আব্দুর রাজ্জাক (৪৫), নামে চার ব্যক্তি তার দোকানে হামলা চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নষ্ট ও দোকান ঘর ভাঙচুর করে, ক্যাশবাক্স থেকে ১২ হাজার টাকা নেয় ও শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে মারপিট করে ও কাপড় চোপড় টেনে হেছড়ে ছিঁড়ে শ্লীলতাহানি করে তাহার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যাহার মূল্য অনুমান ৮৮,হাজার টাকা।
হামলায় আহত রুবেল হোসেন ও তার স্ত্রী রোজিনা খাতুন আহত হয়ে বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় রুবেল হোসেন বাদী হয়ে ধুনট থানায় শুক্রবার বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

