এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে ফুটবল বিতরণ করেছেন উপজেলা ছাত্রদলের নেতা জিন্নাহুর রহমান রাকিব ও রকিবুল হাসান রকি।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ ফুটবল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব ও রকিবুল হাসান রকি বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, স্বাস্থ্যবান ও আত্মবিশ্বাসী করে তোলে। ক্রীড়াচর্চা তরুণদের মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তারা আরও বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার উন্নয়নে পাশে থাকবে। আমরা চাই, ধুনটের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলার ময়দানেও নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরুক।”
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জোগাবে এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে।

