https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে সাজানো গাড়িতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

admin
September 2, 2025 5:28 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট থানায় দ্বিতীয়বারের মতো আরেকজন পুলিশ সদস্যকে দেয়া হলো রাজকীয় বিদায়। ৪০ বছরের চাকরি শেষে অবসরে যাওয়া কনস্টেবল মোঃ সাইদুর রহমানকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ফুল দিয়ে সাজানো সরকারি গাড়িতে তার বাড়ি পৌঁছে দেয়া হয়। এ সময় থানার সকল পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

‎সাইদুর রহমান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ চার দশকের পুলিশি জীবনে তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

‎বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরিন, ধুনট থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল আলম, থানার সকল অফিসার ও সদস্যবৃন্দ।

‎ওসি মোঃ সাইদুল আলম বলেন,“সাইদুর রহমান একজন সৎ, কর্তব্যপরায়ণ ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। আইন ও সহকর্মীদের প্রতি ছিল তার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তাকে সম্মানের সঙ্গে বিদায় দিতে পেরে আমরা গর্বিত।”

‎অশ্রুসিক্ত বিদায়ী পুলিশ সদস্য সাইদুর রহমান বলেন, “চাকরি জীবনে কখনও দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। বড় কর্মকর্তাদের তো অনেক সংবর্ধনা দেখি, কিন্তু আমার মতো সাধারণ সদস্যকেও এভাবে বিদায় জানানো হবে ভাবিনি। আমি কৃতজ্ঞ, ধন্য।”

‎এই বিদায় সংবর্ধনা আগামীতে পুলিশের অভ্যন্তরে সাধারণ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।