এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় স্কুলছাত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় মূল অভিযুক্ত রাসেলকে (২১) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১২)। গত মঙ্গলবার দিবাগত রাতি ২টা ৩০মিনিটের দিকে ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের হাঁসখালী দেহপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেল ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
বুধবার (৩০ই নভেম্বরে) দুপুর সোয়া ১২টার দিকে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান।
তিনি জানান, গত ১৪ নভেম্বর ধুনট উপজেলার ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর গোসলের আপত্তিকর ভিডিও গোপন ধারণ করে রাসেল। পরে সেই ভিডিও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে যা এলাকায় ব্যাপক আলোচিত হয়। একপর্যায়ে ২৭শে নভেম্বর স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করে এবং র্যাব-১২, বগুড়া ক্যাম্পে এসে একটি অভিযোগ দেন। অভিযোগের পর র্যাব অভিযান শুরু করে। অভিযানে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মূলহোতা রাসেলকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। রাসেলকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।