এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় চম্পা বেওয়া (৩৫) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল অনুমান সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চম্পা বেওয়া তার স্বামীর বাড়ির নিজ কক্ষে বাঁশের তিরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।
তবে নিহতের ভাই বেলাল হোসেন অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকে বোন ভালোই ছিলেন। কিন্তু সাত বছর আগে স্বামী আলামিন মারা যাওয়ার পর থেকেই তার ভাসুর ও দুই জা প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। আমি বিশ্বাস করি, তারা নির্যাতন করে আমার বোনকে হত্যা করে আত্মহত্যা বলে চালাতে মরদেহ ঝুলিয়ে রেখেছে।”
এ বিষয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল মোর্শেদ মন্ডল জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে মঙ্গলবার সকালে পাঠানো হবে । তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

