এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় শুরু হয়েছে উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ৩৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে পুরোদমে।
পূজার আয়োজকরা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হবে। ইতোমধ্যেই অধিকাংশ মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।
উপজেলার পূজা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে: পৌরসভায় ৫টি, সদর ইউনিয়নে ৪টি, কালের পাড়া ইউনিয়নে ৫টি, এলাঙ্গী ইউনিয়নে ৪টি, চৌকিবাড়ী ইউনিয়নে ২টি, গোপালনগর ইউনিয়নে ৩টি, মথুরাপুর ইউনিয়নে ৩টি, ভান্ডারবাড়ী ইউনিয়নে ১টি, গোসাইবাড়ী ইউনিয়নে ৫টি, চিকাশী ইউনিয়নে ২টি, নিমগাছি ইউনিয়নে ১টি পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে টহল দেবেন পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়াও থাকবে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা।
ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার এক বিবৃতিতে জানান, “এবারের দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে। প্রশাসন, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিবছর শারদীয় এই উৎসবকে ঘিরে ধুনটসহ সারা দেশেই সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

