এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ধুনট উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কে.এম. মাহবুবার রহমান হারেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নির্বাচিত বিপ্লবী সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, ধুনট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
সভায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতীদল ও সমবায়দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

