https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 4 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম

বগুড়ার ধুনট জনসেবা ক্লিনিকের প্যাথলজিসের ভুলের কারনে রোগীর মৃত্যুর অভিযোগ

admin
September 4, 2024 9:54 pm
Link Copied!

এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট উপজেলার জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিক এর ভুলের কারনে শ্রাবনী খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যু।

এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে গত বুধবার (৪ই সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওই ক্লিনিকের পরিচালক মাসুদুর রহমানকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন। পরে ৩ ঘন্টা পর বিচারের আশ্বাস দিয়ে রোগীর লোকজনের কাছ থেকে মুক্ত হন তিনি।

রোগীর স্বজনরা বলেন, উপজেলা সিএনজি স্ট্যান্ডের পাশে জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। অস্ত্রোপচারের (সিজার) জন্য উপজেলার জিঞ্জিরতলা গ্রামের হাসান আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী শ্রাবনী খাতুনকে গত সোমবার বেলা ১১টার দিকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে তার অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের কিছু সময় পরে ডাক্তারকে না বলে রোগীকে রক্ত দিতে জনসেবা ক্লিনিকের প্যাথলজিস নজরুল ইসলাম, তাহার ব্লাড গ্রুপ ক্রসম্যাশিন দুইটি ভুল করার কারনে তার রক্তক্ষরণ শুরু হয়।

রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় একপর্যায়ে শ্রাবনী খাতুনের অবস্থার অবনতি হয়। পরে স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই রাত ১২টার দিকে শ্রাবনী মারা যান। তবে শ্রাবনীর গর্ভে জন্ম নেয়া নবজাতক মেয়েটি সুস্থ রয়েছে।

নিহত শ্রাবনীর শ্বশুর ভুট্টো মিয়া বলেন, সিজারের কিছু সময় পর থেকেই শ্রাবনীর ব্লাড দেওয়ার পরে তার অতিরিক্ত রক্তক্ষরণের বিষয়টি ক্লিনিকের লোকজনকে সজানালেও তারা কর্ণপাত করেননি। রোগীর অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে ক্লিনিকের লোকজন বগুড়া জেলা শহরে নিতে বলেন। বগুড়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার আগেই শ্রাবনী মারা যায়। এ ঘটনায় আমি বিচার দাবি করছি।

এ বিষয়ে জনসেবা ক্লিনিকের প্যাথলজিস নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাহার ফোন বন্ধ থাকায়। এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাসুদুর রহমান বলেন, প্যাথলজিস নজরুল ইসলাম ব্লাড গ্রুপ ও ক্রসম্যাশিন দুইটি ভুল করছে এবং রোগীর রক্তের গ্রুপ ও পজেটিভ রোগীকে দিয়েছে এ পজেটিভ এই কারণে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, রোগীর মৃত্যুর অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।