এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি (ভিডব্লিউবি) ২০২৫-২৬ চক্রের আওতায় ২৯৬টি পরিবারকে চাউল ও বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০২ লা সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার গোলাম সরোয়ার, মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা আনোয়ারা বেগম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান এবং ইউপি সদস্য আজাহার আলী, সাইদুর রহমান, আমিনুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব, আশরাফ আলী ও সংরক্ষিত মহিলা সদস্যা আমিনা খাতুন, হাসিনা খাতুন, নাসরিন খাতুন প্রমুখ।
প্রতিটি ভাতাভোগী পরিবারকে ২ মাসের জন্য ৬০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এই সহায়তা চলবে আগামী ২০২৭ সাল পর্যন্ত। সুবিধাভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কার্ড বিতরণ ও চাল সরবরাহ হওয়ায় তারা সন্তুষ্ট।

