এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাঠম দক্ষিণ পাড়া গ্রামে গোয়াল ঘরের দেয়াল সিঁদ কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় এই চুরির ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ শামসুল হক (৫৫), পিতা মোঃ আব্দুল গনি জানান, প্রতিদিনের মতো রাতে গোয়াল ঘরে বিদেশি একটি গাভী ও দুইটি বকনা বাছুর রেখে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের দেয়াল কেটে তিনটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ দশ হাজার টাকা।
ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সম্প্রতি থানার ওসি বদল হলেও এলাকায় চুরি-ডাকাতির পরিমাণ কমেনি বরং বেড়েই চলেছে। তারা দ্রুত গরু চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
চুরি হওয়া গরু উদ্ধারে কৃষক শামসুল হক নিজেই পেটে গামছা বেঁধে এলাকাজুড়ে খোঁজাখুঁজি করছেন।

