এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
গত শুক্রবার (১১ই নভেম্বর) রাতে বগুড়া শহরের নামাজগড় মোড়স্থ মসজিদের সামনে জনৈক সেকেন্দার এর ৫ তলা বিল্ডিং এর চতুর্থ তলায় অবস্থিত ব্রেক এন রান নামক বিলিয়ার্ড ক্লাবে পুল খেলাকে কেন্দ্র করে জুনায়েদ আল-হাবিব বিপুল (২১), পিতা-মোঃ সাইফুল ইসলার, বাদুলতলা, উপর্যপুরি ছুরিকাঘাত করিলে বিপুল গুরুতর আহত হয়। পরবর্তীতে উপস্থিত লোকজন বিপুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া’য় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চাঞ্চল্যকর বিপুল হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে ব্যবহৃত ১ টি চাকুসহ হত্যাকান্ডে অংশগ্রহনকারী ৫ জন গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, দীপংকর রায় (১৯), পিতা-মৃত কমল রায়, শিববাটি শাহী মসজিদ, মোঃ আরিফ হাসান (৩২), পিতা মোঃ ফটিক হোসেন, নামাজগড় ভূষিপট্টি, মোঃ শাকি আল মামুন (২৭), পিতা মোঃ মনোয়ার হোসেন, দক্ষিন কাটনারপাড়া, মোঃ শোহাইব নবী (২২), পিতা মোঃ মাহমুদুন নবী, ফুলবাড়ি দক্ষিনপাড়া, মোঃ সাহিল (২০), পিতা হাবিবুর রহমান, শিববাটি শাহী মসজিদ। অনান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে।
