এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্সের সদ্য বাস্তবায়ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন, বগুড়ার বিদায়ী জেলা প্রশাসক মো. জিয়াউল হক। শনিবার বিকালে প্রধান অতিথি হিসেবে মহাস্থান মাজার মসজিদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক নবনির্মিত অজুখানা, ভান্ডারখানা, রান্নাঘর ও সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচনের মাধ্যমে তিনি প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও মহাস্থান মাজার মসজিদ কমিটির সম্পাদক উম্মে কুলসুম সম্পা। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) তাসনিমুজ্জান, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদুর রহমানসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। প্রকল্প উদ্বোধন শেষে বিদায়ী জেলা প্রশাসক মো. জিয়াউল হক অত্র হযরত শাহসুলতান বলখী মাহীসওয়ার (রহ.) এর মাজার জিয়ারত করেন।