এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মো. আবু হুরাইরা আকন্দ (১৯) নামে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আবু হুরাইরা আকন্দ বগুড়া পৌর ছাত্রলীগের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জারা বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

