https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
September 1, 2025 1:39 am
Link Copied!

স্টাফ রিপোর্টার,

৩০(ত্রিশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশের হাতে আটক মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ।

বগুড়া জেলার শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৩০/০৮/২০২৫ তারিখ রাত্রী ২২.৪৫ ঘটিকায় শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়ন এর সাজাপুর গ্রামস্থ পদ্মপুকুর এর দক্ষিণপাশে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ রবিউল ইসলাম (২৮), পিতা- মোঃ ইসমাইল প্রামানিক, মাতা-মোছাঃ পারুল, সাং- সাজাপুর (পন্ডিতপাড়া), থানা- শাজাহানপুর, জেলা- বগুড়ার হেফাজত হতে ৩০(ত্রিশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ধৃত আসামী মোঃ রবিউল ইসলাম এর বিরুদ্ধে পূর্বেও নিম্ন বর্নিত মামলা রহিয়াছে।
১। (541LM) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-৪, তারিখ- ০১ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-৩৫২, তারিখ- ০১ ডিসেম্বর, ২০২৪; সময়- ১৮.১৫ ঘটিকা। ধারা- 379 The Penal Code, 1860; , মামলায় তদন্তে সন্দিগ্ধ – চার্জশীট :-১২, তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৫, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে
২। (98527) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০২ জুলাই, ২০২৩; জি আর নং-২৫৫, তারিখ- ০২ জুলাই, ২০২৩; সময়- ২১.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ২৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এজাহারে অভিযুক্ত – চার্জশীট :-২৭৬, তারিখঃ ৩০ জুলাই, ২০২৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

৩। (1W4B6) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-৩১, তারিখ- ২৬ মার্চ, ২০২২; জি আর নং-৮৫, তারিখ- ২৬ মার্চ, ২০২২; সময়- ০০.২০ ঘটিকা ধারা- 19(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন; তৎসহ ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এজাহারে অভিযুক্ত –
৪। (16TLU) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-২২, তারিখ- ২৫ নভেম্বর, ২০১৯; জি আর নং-৩৪১, তারিখ- ২৫ নভেম্বর, ২০১৯; সময়- ২২:৩০ ঘটিকা। ধারা- ৯(১)/৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ ( সংশোধনী ২০০৩); , এজাহারে অভিযুক্ত –

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।