এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জের পল্লীতে নলকূপ বসানো নিয়ে বিরোধ, থানায় অভিযোগ। থানার অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের হাটগাড়ী গ্রামের কৃষক আবুল হোসেন সরকারের গোকর্ন মৌজার দীর্ঘদিন যাবৎ এলাকার কৃষকদের জমিতে সেচ প্রদান করে আসছেন। কিন্তু হঠাৎ করে একই গ্রামের মৃত: ছফের আলীর ছেলে ফরিদুল ইসলাম অন্য একটি দাগে তড়িঘড়ি করে নলকূপ স্থাপন করার চেষ্টা করছে।
এব্যাপারে কৃষক আবুল হোসেন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ উক্ত নলকূপ দ্বারা কৃষকদের ফসলি জমিতে পানি সেচ দিয়ে আসছি। কিন্তু একই গ্রামের প্রতিপক্ষ ফরিদুল ইসলাম জোর পূর্বক ভাবে আমাদের স্কীমের মধ্যেই তড়িঘড়ি করে নলকূপ স্থাপনের পায়তারা করছে।
তিনি আরো বলেন, উপজেলা সেচ কমিটি ২/১ দিনের মধ্যে সরেজমিনে তদন্তের জন্য আসবেন। প্রতিপক্ষ বিষয়টি জানার পর আমার স্কীমের মধ্যেই নলকূপ স্থাপনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
