এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জে প্রেমিকার বিয়ের কথা শুনে কিশোর প্রেমিক মুশফিকুর রহমান মজনু (১৫) নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত মুশফিকুর রহমান মজনু সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামের শামীম হোসেনের পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মুশফিকুর রহমান মজনু প্রতিদিনের ন্যায় রবিবার দিবাগত রাত ১০টায় রাতের খাবার খেয়ে বাহিরে বেড়ানোর কথা বলে বের হয়। এর পর রাত গড়িয়ে গেলেও মুশফিকুর বাড়িতে ফেরেনি। পরের দিন সোমবার ভোর বেলা মুশফিকের পিতা শামিম হোসেন মুশফিকের ঘরের দরজা খোলা দেখতে পান। এসময় তার পিতা ঘরে গিয়ে মুশফিকের বিছানা গোছানো দেখেন। রাতে ঘুমানোর মত কোন চিহ্ন নেই। পরে মুশফিকুরের মাকে তার পিতা জিজ্ঞেস করলে তিনিও হতভম্ব হয়ে যান।
একপর্যায়ে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মুশফিকুরের সন্ধান পায় না। এরপর মুশফিকুরের ছোট ভাই নিয়াজ হোসেন (৮) বাড়ীর পিছনে বসার মাচানের ওপর মুশফিকের গাছে ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দেন। এসময় এলাকাবাসী শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত ফাঁড়ীর এসআই মাহবুবসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। একটি স্বনির্ভর যোগ্য সূত্রে জানা যায়, নিহত কিশোর মুশফিকুর রহমান মজনু সে পাশের গ্রামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মেয়েটির পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ায় প্রেমিক কিশোর মুশফিকুর রহমান মজনু মনের ক্ষোভে এ আত্মাহত্যার পথ বেঁচে নিতে পারে বলে তারা জানিয়েছেন।
কিশোর প্রেমিক মুশফিকুর রহমান মজনুর মৃত্যু এলাকাবাসী ও তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
