এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শিবগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ৫৫ বছর বয়সী দিনমজুর আকবর আলী ফকিরের বিরুদ্ধে ।
ঘটনাটি ঘটেছে বগুড়া শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে।
ঘটনাটি ধামাচাপা দিতে মড়িয়া হয়ে উঠেছে এক শ্রেণী অসাধু ব্যক্তিরা।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকাল অনুমান সাড়ে ৪ টা নাগাদ শিশুটি খেলা ধুলা করছিলো।
এ সময় মাঝিহট্ট ইউনিয়নের কালীতলা ভালুঞ্জা রামপুরা (তালুকদারপাড়া) ফরিদ উদ্দিনের ছেলে আইজুল ইসলামের পাঁচ বছরে শিশু কন্যাকে, সু-কৌশলে মৃত জালাল উদ্দীন ফকিরের ছেলে আকবর আলী ফকির, স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তার শয়ন ঘরে নিয়ে গিয়ে খাটের উপর জোর পৃবক নগ্ন করে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুর দাদী খোঁজা খোঁজি করার সময় ডাকা ডাকি করলে ওই ঘর থেকে শিশুটি চিৎকার শুরু করে। পরিবারের লোকজন ছুটে গিয়ে শিশুকে নগ্ন অবস্থায় উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজন জরো হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই ধর্ষণের চেষ্টাকারী আকবর আলী পালিয়ে যায়।
এবিষয়ে শিশুর বাবা আইজুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় আকবর আলী ফকিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।