স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তিনি শাজাহানপুর থানায় হামলা, হত্যা, জমি দখলসহ একাধিক মামলার আসামি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে নুরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীরা জানান, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করছিলেন। তার অবৈধভাবে হলে অবস্থানের বিষয়টি কয়েকজন শিক্ষার্থীর সন্দেহের মধ্যে পড়ে।
পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রশাসনের সহযোগিতায় সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।
নুরুজ্জামান নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে জমি দখল, হত্যাসহ সহিংসতার একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলার কারণে তিনি আত্মগোপনে ছিলেন এবং পরিচয় গোপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা বিষয়টি প্রথমে চিহ্নিত করেন এবং তাদের তৎপরতার ফলে নুরুজ্জামানকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সাভার থানার ওসি বলেন, “নুরুজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

