স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) রাতে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বালুপাড়া গ্রামবাসীর উদ্যোগে ৫ম অধিবেশন বার্ষিক ইসলামী জালসা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জহুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেসিক গ্রুপ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাফিউল হক।
সহ সভাপতির বক্তব্য রাখেন
শেখেরকোলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা,বরেণ্য অতিথির বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বাদল মিয়া,সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, স্থানীয় যুব সমাজের তারেক,মেহেদী,জিন্নাহ মিয়া,আমিনুর,ফিরোজ, আরিফ,রনি,জিয়া,যোবাইদুর,গোলাম,জাহেদ,রানু,লিটন,রাজু প্রমূখ।
প্রধান বক্তার তাফসির পূর্বে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মোঃ শামীম আহম্মেদ।
প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন আলহাজ্ব মাওঃ মোঃ আমিনুর রহমান, খতিব,গোকুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ।
২য় বক্তাঃ হযরত মাওঃ আফছার আলী মীর,যুক্তিবাদী,উত্তর বগুড়া।
৩য় বক্তাঃ হাফেজ ক্বারী হযরত মাওঃ আবু বক্কর ছিদ্দিক।খতিব,বালুপাড়া জামে মসজিদ।
মাহফিল পরিচালনা করেন মোঃ কামাল হোসেন।

