শেরপুর বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেত্রীসহ গ্রেপ্তার ৪। জানা গেছে, বগুড়া শেরপুরে ২ জন মহিলা আওয়ামীলীগ নেত্রী ও ২ জন নেতাকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
বগুড়া জেলার শেরপুর থানার বিষ্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেফতারকৃতরা হলেন
সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য
আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম (৪৮) ও কুসুম্বি ইউপির ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম(৭৫) তাদের কে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করেন।এছাড়াও
১। মোমেনা খাতুন (৫৩), সাবেক সম্পাদিকা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ (নিষিদ্ধ ঘোষিত) শেরপুর উপজেলার ৯নং সীমাবাড়ী ইউনিয়ন শাখা এবং সদস্য বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগ, স্বামী মোঃ আব্দুছ সালাম, পিতা মৃত ইমান আলী, মাতা মৃত পিয়ারা বেগম, স্থায়ী সাং-ররোয়া (মধ্যপাড়া), থানা-শেরপুর, জেলা-বগুড়া, বর্তমান সাং-সীমাবাড়ী বাসষ্ট্যান্ড, থানা শেরপুর এবং আসামী ২। মোছাঃ শিখা খাতুন (৪৭),মহিলা আওয়ামীলীগ(নিষিদ্ধ ঘোষিত)ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেরপুর উপজেলা, বগুড়া স্বামী মোঃ জাহাঙ্গীর আলম, পিতা মৃত বষরত আলী, মাতা মোছাঃ সামর্ত, সাং-ঘাসুরিয়া, উভয়-ইউপি-সীমাবাড়ী, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে ইং-১১/০৫/২০২৫ তারিখ রাত্রি -০৩.৩০ ঘটিকায় নারী কনস্টেবল এর সহায়তায় গ্রেফতার করা হয়। এব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম শফিক বলে আসামীদের ১১/০৩/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
