শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকার একটি পুকুর থেকে অটোরিক্সা চালক আবু বকর সিদ্দিক (৪০) এর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৯ দিন যাবত সে নিঁখোজ ছিলো।
নিহত আবু বক্কর সিদ্দিক শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে। জানা গেছে তার নিখোঁজ হওয়ার পরে শেরপুর থানায় একটি জিডি করা হয়েছিলো। কিন্তু ৯ দিন পর পুকুরে মিলল লাশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে আবু বক্কর নিখোঁজ হন। তার পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে একই এলাকার একটি পুকুরে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, এটি একটি হত্যাকাণ্ড, এবং এ ঘটনার পেছনে অপরাধী চক্র সক্রিয় থাকতে পারে। তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এদিকে, শেরপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি শিথিল হওয়ায় সম্প্রতি জমি দখল, বাড়ি দখল, চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ বেড়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার উদাসীনতাই এসব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

