শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় উপজেলা প্রসাশন ভ্রম্যমান আদালত পরিচালনা করে তিন পশুখাদ্য ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।
৯ মার্চ বরিবার বিকেল ৫টার দিকে শেরপুর বারদুয়ারী হাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থ দন্ড দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান বলেন, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪(২০) ধারা লংঘনের অপরাধ অনুয়ায়ী বারদুয়ারী হাট এলাকার শাহ ট্রেডার্সের সত্ত¡াধিকারি শংকর কুমার সাহাকে ১০ হাজার টাকা, রকি ট্রোডার্সের রি রনি কুন্ডুকে ১০ হাজার টাকা ও শম্পা ট্রেডার্সের সত্ত¡াধিকারি জয় কুমার দাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরোও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়াজ কাজমির রহমান, ভিএফএ শাহিন, এলএসএ তাজমুল প্রমুখ। ভ্রাম্যমান আদালত পরিচানায় শেরপুর থানা পুলিশ সহয়তা করেন।

