শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট ১০২টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় রানীরহাট বাজারের সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলমুক্ত করার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হলেও অনেকে স্থাপনা সরাননি। তাই আইনানুগভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়।
সরকারি জায়গা দখলমুক্ত রাখার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আসিক খান।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

