https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি: জনগণের সহায়তায় প্রতারকচক্র আটক ‎

admin
September 20, 2025 3:52 pm
Link Copied!

‎বগুড়া প্রতিনিধি:

‎বগুড়ার শেরপুরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণকে ডেকে এনে মুক্তিপণের জন্য আটকে রাখার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে জনতা। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।

‎ভুক্তভোগী নোয়াখালী জেলার চরজব্ব উপজেলার সুবর্ণচর গ্রামের নূর উদ্দিন এর ছেলে নূর আলম (২০), তিনি বগুড়া শাজাহানপুর উপজেলার বানুনিয়া গ্রামের বন্টু মিয়ার মেয়ে জোলেখা খাতুন (২৫) বগুড়া – এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সম্পর্কের সূত্র ধরে জোলেখা খাতুন তাকে বগুড়ায় আসতে বলেন।

‎নূর আলম শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় শেরপুর উপজেলার ধুনট মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতারকচক্রের সদস্য আনোয়ার হোসেন (২৪), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-ঘোরদউর (জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য); তানভীর তপু (২৩), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-গাড়িদহ; এবং সুমন (২৩), পিতা-মোঃ আব্দুল আজিজ সরকার, সাং-গাড়িদহ—তাকে জোরপূর্বক আটক করে।

‎তারা ভুক্তভোগীর মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তার পরিবারের কাছে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তারা ভুক্তভোগীকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার একটি হোটেলে নিয়ে যায়।

‎সুযোগ বুঝে নূর আলম স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। জনসাধারণ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে প্রতারকদের আটক করে এবং শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসে।

‎এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।