শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় গোয়ালঘর থেকে কৃষকের ৫টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রাম এ ঘটনা ঘটে।
কৃষক আব্দুর রাজ্জাক জানান, রাত ২টা পর্যন্ত আমি জেগেই ছিলাম। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে থাকা ৫টি গরু নেই। চুরি হওয়া গরুগুলোর দাম ৫ লাখ টাকা বলে তিনি জানান। এতে বোঝা যাচ্ছে বগুড়া শেরপুর উপজেলার চোর ডাকাতি বেড়েছে কয়েক মাসে অনেক। উপজেলার প্রতিটি গ্রামের মানুষ এখন আতংকিতভাবে বসবাস করছেন।
প্রশাসনের পক্ষ থেকে চুরি ডাকাতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে আরও ভয়াবহ অবস্থা হতে পারে বলে জানিয়েছেন সুশীল সমাজের মানুষরা।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

