শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের উন্নয়নমূলক কাজ ও জনসেবা বিঘিœত এবং প্যানেল চেয়ারম্যান (১) নুরনবী মন্ডল হিটলারের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদে ইউনিয়নবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সুঘাট ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী সচেতন এলাকাবাসীদের মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, আবু সাঈদ, হুমায়ুন কবির বিপ্লব, সিরাজুল ইসলাম, কে এম মানিক, শেখ ফরিদ, ইউপি সদস্য মনজুয়ারা বেগম জানান, গত ১৪ জানুয়ারী থেকে অত্র ইউনিয়নের অনুপস্থিত থেকে আমাদের সেবা না দেওয়ায় আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সনদে তাদের স্বাক্ষর প্রয়োজন হয় কিন্ত তারা না দেওয়ায় আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যদি তারা কর্মস্থলে না ফেরে তাহলে স্বইচ্ছায় তারা পদত্যাগ করে যেন চলে যায়। এছাড়াও প্যানেল চেয়ারম্যান (১) নুরনবী মন্ডল হিটলারের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বলেও দাবি করেন মানববন্ধনকারীরা।
এ বিষয়ে নূররবী মন্ডল হিটলার জানান, বর্তমানে ইউনিয়নে উন্নয়ন সহায়তা ৬ লক্ষ ৬৯ হাজার ৪শ টাকা, এডিপি ৫ লক্ষ টাকা, কাবিটা ৯ লক্ষ ৪২ হাজার ৭শ ৯২ টাকা, কাবিখা ৮ লক্ষ ১ হাজার ৭১১ টাকাসহ মোট ৩১ লক্ষ টাকা বরাদ্দ আসছে। ইউপি সদস্যগণ গত দেড় মাস ধরে পরিষদে অনুপস্থিত। টাকাগুলো যেন ফেরত না যায়। এবং তারা কর্মস্থলে ফিরে জনগনের জন্য যেন কাজ করে।
এ সময় উপস্থিত মোশারফ হোসেন, জফের আলী, আর মাহমুদ, গোলাম রব্বানী বুলু, আমিনুল ইসলামসহ অনেকে জানান, বরাদ্দকৃত টাকা আত্মসাতের উদ্দ্যেশ্যে গোপন রাখার চেষ্টা করেছিল। আত্মসাৎ করতে না পারায় তারা দেড়মাস পর্যন্ত কর্মস্থলে ফিরছেনা।

