শেরপুর বগুড়া প্রতিনিধি:
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, “স্কাউটরা সৎ, মিতব্যয়ী, কর্মঠ ও মানবিক হয়। একজন প্রকৃত স্কাউট কখনও অসৎ বা অমানবিক হতে পারে না। অপরের উপকার করাই তাদের প্রধান লক্ষ্য।”
তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিজে সর্বদা অন্যের উপকার করেছেন এবং সে নির্দেশই দিয়েছেন। তাই মাদ্রাসা শিক্ষার্থীদেরও অবশ্যই স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত থাকতে হবে। যেসব মাদ্রাসা সবদিক থেকে এগিয়ে থাকবে, তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) মিলনায়তনে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজশাহী ও রংপুর বিভাগের ফাজিল ও কামিল মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের রোভার স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. আবু জাফর খান, অধ্যাপক ড. বেলাল হোসেন, মাউশি অধিদপ্তর রাজশাহীর পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, অধ্যক্ষ সাইদুজ্জামান, অধ্যাপক আব্দুল ওয়াহেদ ও জেলা রোভার স্কাউট কমিশনার আতিকুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য দেন মহাস্থান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক।
রাজশাহী ও রংপুর বিভাগের শতাধিক শিক্ষক উক্ত কোর্সে অংশগ্রহণ করেন।

