শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের বোংগা গ্রামে গড়ে ওঠা “রেশমা কৃষি উদ্যোগ” খামার পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। ১১ মার্চ মঙ্গলবার বেলা ১১ টার দিকে খামার পরিদর্শন শেষে তিনি দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. তোছাদ্দেক হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. তবিবর রহমান, সাবেক চেয়ারম্যান মো. দবির উদ্দীন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংবাদিক মোত্তালিব সরকার, সরোয়ার জাহান, আবু জাহের প্রমূখ।
খামার পরিদর্শনের সময় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, রেশমা তার স্বামী বা বাবার পরিচয়ে বড় হয়নি। সে নিজের চেষ্টায় আজ সারাদেশে পরিচিত। আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে যারা চাকরীর পিছনে ছুটছেন। চাকরীর পিছনে না ছুটে নিজেরাই রেশমার মত উদ্যোক্তা হয়ে নিজে ও দেশকে স্ববলম্বী করুন। এজন্য সরকার সব সময় আপনাদের পাশে থাকবে।

