https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ১৮ দিনে এক সড়কেই ৫ ছিনতাই ও চুরি জনমনে আতংক বিরাজ করছে

admin
September 1, 2025 1:44 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর-ধুনট সড়কে গত ১৮ দিনের ব্যবধানে পরপর পাঁচটি ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা।

প্রথম ঘটনাটি ঘটে ১২ আগস্ট মঙ্গলবার দিনগত রাত একটার দিকে শালফা কলেজপাড়া এলাকায়। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট্য ব্যবসায়ী মোজাম্মেল হকের ছেলে রাশেদুল ইসলাম রূপম ব্যবসায়ীক কাজ শেষ করে বথুয়াবাড়ী থেকে শেরপুর যাচ্ছিল। এ সময় দুটি মোটরসাইকেলে ৫ জন ছিনতাইকারী এসে তার পথরোধ করে ৮ হাজার টাকা, একটি অপ্পো এন্ড্রোয়েড ফোন ও একটি আইফোন ছিনিয়ে নিয়ে যায়।

আরেকটি ঘটনা ঘটে ১৯ আগস্ট মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে শেরপুর-ধুনট সড়কের হুসনাবাদ এলাকায়। সেদিন খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আবু তাহের মীরের ছেলে নাসিম মীর তার স্ত্রীকে বগুড়ায় অপারেশন করিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে এসে তার অটোরিক্সা থামিয়ে তার কাছ থেকে ১৯ হাজার ৮০০ টাকা, একটি এন্ড্রোয়েড ফোন ও একটি বাটন ফোন ছিনতাই করে নিয়ে যায়। একইদিন রাতে ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের মো. গোলাইয়ের ছেলে মাসুদ বাড়ি যাওয়ার সময় বোয়ালকান্দি স্থানে ছিনতাইকারীর কবলে পরে। তবে নিজের বুদ্ধি খাটিয়ে সে সেখান থেকে মোটরসাইকেল জোরে চালিয়ে বেচে যান।

২২ আগস্ট শুক্রবার বিকেলে শেরপুর-ধুনট সড়কের শুবলি এলাকায় জমি দেখতে মোটরসাইকেল সড়কের পাশে রেখে যান ভুক্তভোগী ওই গ্রামের শফি খা ড্রাইভারের ছেলে সেলিম খা। সে সময় সুযোগ বুঝে তিন-চারজন দুর্বৃত্ত তার মোটরসাইকেল নিয়ে চলে যায়।
সবশেষ ৩০ আগস্ট শনিবার রাতে শালফা বাজারে মো. উপেনের চা ষ্টলের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে ২ হাজার ১০০ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

এ প্রসঙ্গে ভুক্তভোগী বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রূপম বলেন, আমি ব্যবসায়ীক কাজ শেষ করে গভীর রাতে শেরপুরের বাসায় ফিরছিলাম। আমি শালফা কলেজপাড়া এলাকায় পৌছালে জিক্সার সহ দুটি মোটরসাইকেলে ৫ জন ব্যাক্তি এসে আমাকে ঘিরে ধরে টাকা আর মোবাইল কেড়ে নেয়। বিষয়টি সত্যিই ভয়ের। আমি যতটুকু জানি এই সড়কে পুলিশ টহল থাকে। তাহলে এতোগুলো ঘটনা পরপর ঘটলো অথচ পুলিশ কিছুই জানতে পারলোনা। বিষয়টি মেনে নেয়ার মত নয়।
স্থানীয়রা জানান, এই সড়কে ছিনতাই এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। রাতে তো বটেই, দিনের বেলাতেও মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না। দ্রুত পুলিশি টহল জোরদার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীনের সাথে কথা বলার জন্য নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিফ করেননি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।