মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে ৫ জুন রোজ বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাহ জামাল সিরাজী মোটরসাইকেল ৪০১৮০ ভোট পেয়ে বিজয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ আনারস মার্কা ৩৮৭৫১ ভোট পেয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে বিজয়ী হলেন নুরে আলম সানি তালা মার্কা ২৭৫০৯ ভোট পেয়ে বিজয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী তাজুল ইসলাম কিরন টিউবওয়েল মার্কা ১৯২৮২ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে মোছাঃ শিখা খাতুন হাঁস মার্কা ৩১৮৮৯ ভোট পেয়ে বিজয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোছাঃ ফাতেমা খাতুন ময়না কলস মার্কা ১৯৯৬৩ ভোট পেয়েছেন।
শেরপুর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় পৌরসভা সহ ১০ টি ইউনিয়নে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। পৌরসভাসহ ১০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২,৯৩২৭৩ (দুই লক্ষ তিরানব্বই হাজার দুইশত তেয়াত্তর) জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৮৫৪ জন আর নারী ভোটার ১ লাখ ৪৯ হাজার ১১৫ জন।
শেরপুর উপজেলায় পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ১০৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৮০০টি কক্ষে মোট ভোটার উপস্থিতি ২৮.৮৯% ভোট দিয়েছেন।
সহকারি রির্টানিং অফিসার ও শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী শেরপুর উপজেলা হলরুমে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ৫ জুন বুধবার রাত ১২ টার পরে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি বলেন শেরপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য পুলিশ-আনসারের পাশাপাশি র্যাব,বিজিপি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ষ্ট্রাইকিং ফোর্স ও গোয়েন্দা সংস্থা, সাংবাদিকসহ সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।
৫/৬/২০২৪/মিন্টুইসলাম