https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 14 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কৃষি বার্তা
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. খোলা কলাম
  13. গনমাধ্যাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর থেকে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ

admin
June 14, 2025 11:46 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি :

তীব্র গরম আর তাবদাহ উপেক্ষা করে মালবাহী ট্রাক, বাস, মিনিবাসসহ যে যেভাবে পারছে সেভাবেই কর্মস্থলে ফিরছে। ঈদের ছুটি প্রায় শেষ, কর্মস্থলে ফেরার তাগাদা তাই জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করছেনা মানুষ। যাত্রীর ঢল নেমেছে বগুড়ার শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায়। আন্তঃজেলা কোচ কাউন্টারে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভীড়। এছাড়াও রিজার্ভ করে যাচ্ছে অনেক পরিবার পরিজনরা। আর এই সুযোগেই কতিপয় মানুষ যাত্রীদের নিকট থেকে ভাড়ার নামে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। তীব্র গরমে জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। অতিরিক্ত ভাড়া থেকে বাঁচতে ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অনেকেই ট্রাকে করেই ফিরছেন। কর্মস্থলে ফেরা মানুষের এ চিত্র ঈদের আমেজের অবসান টানলেও, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও ভোগান্তির কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

 

জানা গেছে, অতিরিক্ত গরমের কারনে যাত্রীদের জন্য যাত্রী ছাউনি ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। যেন যাত্রীরা গরম থেকে একটু হলেও রক্ষা পায়। প্রতিদিনের তুলনায় তিনগুণ যাত্রী উপস্থিত হয়েছেন সকাল থেকেই। বাড়তি বাস চালু করলেও চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল। অনেক যাত্রী দাঁড়িয়ে রওনা দিচ্ছেন গন্তব্যে। ঢাকার গাবতলীতে যাবেন সাইফুল। তিনি সাংবাদিকদের জানান, দ্বিগুন দামেও ভাল মানের পরিবহনের টিকিট পাইনি, তাই বাধ্য হয়েই ৫শ টাকা দিয়ে লোকাল বাসে যেতে হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।