স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে রানীরহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশালপুর বাজারে এক বিশাল নির্বাচনী সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলার রানীরহাট বাজারে নতুন বাজার কমিটি গঠন ও প্রকৃত ব্যবসায়ীদের জন্য পজিশন বরাদ্দের দাবিতে এক ব্যবসায়ী সমাবেশ ও অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বাজার কমিটি বিলুপ্ত থাকায় এবং অনেক ব্যবসায়ী নিজ নিজ স্থানে ব্যবসা পরিচালনা করতে না পারায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রানীরহাট বাজারে ব্যবসায়ীরা একত্রিত হয়ে পুনর্গঠিত বাজার কমিটি ও ন্যায্যভাবে পজিশন বণ্টনের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুস সাত্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলার সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি জনাব শাহ আলম সোহান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওঃ আব্দুল বারী, বাইতুলমাল সেক্রেটারি জনাব মোঃ জিয়াউল হক,
যুব বিভাগের সভাপতি মাস্টার মোঃ আবু সাইদ, এবং বাজারের অসংখ্য ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাজার কমিটি না থাকায় এবং পজিশন বণ্টনে অনিয়মের কারণে প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন। তাঁরা বাজারের বৈধ ও ব্যবসাবান্ধব কাঠামো পুনর্গঠনের দাবি জানান।
ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাসিম বলেন,
এই বাজারে পজিশন পাবেন শুধুমাত্র প্রকৃত ব্যবসায়ীরাই। এর জন্য কাউকেই কোনো নেতাকে টাকা দিতে হবে না। সরকার নির্ধারিত ব্যাংক চালান ফি ছাড়া অন্য কোনো খরচ নেই।
তিনি ব্যবসায়ীদের হাতে নির্ধারিত আবেদন ফরম দেখিয়ে বলেন এই ফরম পূরণ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দিলেই প্রক্রিয়া সম্পন্ন হবে। আমি ব্যক্তিগতভাবে সকল ব্যবসায়ীর পাশে আছি এবং সর্বাত্মক সহযোগিতা করবো।

