শেরপুর বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে স্হানীয় বেটখৈর সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে সীমাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ ইমাম হোসাইন এর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ শেরপুর ধুনটে নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শেরপুর উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ও উক্ত ইউনিয়নের কেয়ারটেকার সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আমিনুল ইসলাম , উক্ত ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ আলতাফ হোসেন , ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আল আমিন,মোহাম্মদ আনোয়ার হোসেন সবুজ ,জহুরুল ইসলাম আকবার আলি হাফিজুর রহমান প্রমুখ।
উক্ত ফুটবল টুর্নামেন্টে খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ দবিবুর রহমান।

